শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি
ডেস্ক রির্পোট : নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সংসদ সদস্য শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করছে আদালতের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার কক্ষে শামীম ওসমান প্রবেশ করেন। এ কক্ষে কমিটির প্রধান ছাড়াও সদস্যরা রয়েছেনে।এর আগে একই স্থানে সোমবার মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদ করে কমিটি।কয়েক দফা অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতের কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে এ কমিটির।