শাওয়াল মাসের ছয় রোজা
শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা মুস্তাহাব। হাদিস শরীফে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পুরো রমজান এবং এর সঙ্গে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন সারা বছরই রোজা রাখল। (সহিহ মুসলিম)
এর ব্যাখ্যা হলো, হাদিস শরীফে আছে নেক আমলের সওয়াব দশগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয়। (সুনানে কুবরা, বায়হাকি)
রমজানের ত্রিশ রোজা আর শাওয়ালের ছয়টি সর্বমোট ছত্রিশটি রোজা হয়। ছত্রিশকে দশ গুণ বৃদ্ধি করলে তিনশ’ ষাট হয়। সুতরাং বছরে ছত্রিশটি রোজা রাখলে যেন পূর্ণ বছর অর্থাৎ তিনশ’ ষাট দিনই রোজা রাখা হয়। অতএব, যে ব্যক্তি এভাবে প্রতি বছর ছত্রিশটি রোজা রাখল সে যেন সারা জীবন রোজা রাখল।
শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে বাকি যে কোনো দিন এ ছয় রোজা রাখা যায়। ছয় রোজা একাধারেও রাখা যায়, আবার মাঝে বিরতি দিয়েও রাখা যায়। তবে মাঝে বিরতি দিয়ে রাখা উত্তম। (রদ্দুল মুহতার, মারাকিল ফালাহ )
শাওয়াল মাসের ছয় রোজা স্বতন্ত্র নফল রোজা। তাই শাওয়াল মাসে কাজা রোজা বা মানতের রোজা রাখলে ছয় রোজার ফজিলত পাওয়া যাবে না বরং ভিন্ন করে নফল রোজা রাখতে হবে। (খুলাসাতুল ফাতাওয়া)
আল্লাহ রাববুল আলামিন আমাদের সকলকে শাওয়ালের রোজা রাখার তাওফিক দান করুন।