আখাউড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে আখাউড়া পৌর শহরের টানপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকালে টানপাড়া এলাকার স্থানীয় মহিলা কাউন্সিলরের বাড়ির পাশের একটি পুকুরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহার ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।পরে, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) হাম্মাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।