শাহপীর কল্লা শহিদের মাজারের ওরস শুরু
ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অবস্থিত শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (র) শাহপীর কল্লা শহীদ মাজারের ৭ দিন ব্যাপী ওরস শুরু ।আগামি ১৪ই আগস্ট রোজ বৃহস্পতিবার রাত ১২ টায় আখেরি মোনাজাত সম্পূর্ণ হবে।
ওরস কে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার ব্যাবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছালেনেওয়াজ খান আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কমকে জানিয়েছেন, এইবার ওরসে ধর্ম বর্ণ নির্বিশেষ লাখো মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।