লিবিয়ায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার কামালের বাড়িতে মাতম
মাত্র এক মাস আগে লিবিয়ায় গিয়ে লাশ হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চাপুইর গ্রামের কামাল উদ্দিন ভূঁইয়া। অর্থ উপার্জনের আশায় নিজের জমি বিক্রি করে তিনি লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত কামাল চাপুইর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, নিহত কামালের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া বড় ছেলে সালমান (০৮) অঝরে কাঁদছেন। কাঁদো কাঁদো কণ্ডে বলছেন, ‘আমি আর কখনো বাবা বলে ডাকতে পারবো না।’
পুত্রশোকে কামালের মা বারবার মুর্ছা যাচ্ছেন। নিহতের স্ত্রী ফরিদা বেগম মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন। তবে, নিহতের চার বছর বয়সী ছোট ছেলে জাকারিয়া এখনো বুঝতে পারেনি তার বাবা বেঁচে নেই। দিব্যি প্রতিদিনের মতো খেলাধুলা নিয়ে মহাব্যস্ত সে।
নিহত কামালের ছোট ভাই সামছুজ্জামান জানান, মারা যাওয়ার পরদিন লিবিয়ায় অবস্থানরত তাদের পাশের বাড়ির এক চাচাতো ভাইয়ের মাধ্যমে প্রথমে তারা খবরটি জানতে পারেন।
পরে লিবিয়া দূতাবাসসহ বিভিন্ন স্থানে লাশ আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে লিবিয়ায় দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে লিখিত অনুমতি দেওয়া হয়।