বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকায় ফিরছেন শাবনূর

Shabnur_416130855চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরছেন শাবনূর। ঢাকায় এসেই ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’ পরিবেশে ব্যস্ত হয়ে উঠবেন তিনি। এবার একটি নতুন ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে দেখা যাবে তাকে। আগেরবার দেশে থাকাকালেই পরিচালক সমিতির সদস্য হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 



শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘মাঝে বেশ কয়েকবার শাবনূরের দেশে ফেরার কথা ছিল। এমনকি বিমানের টিকিট কেটেও পরে তা বাতিল করা হয়। টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চিকিৎসকরা ওকে পরামর্শ দিয়েছিলেন ছয় মাস পর্যন্ত আইজানকে নিয়ে যেন অস্ট্রেলিয়ায় থাকে। তাই দেশে ফিরতে পারেনিও। সেই প্রক্রিয়া শেষ হয়েছে। তাই এখন ওর দেশে ফিরতে চিকিৎসকদের তরফ থেকেও আপত্তি নেই।’



এদিকে শাবনূরের বর অনিক মাহমুদ স্ত্রী ও সন্তানের দেশে ফেরার অপেক্ষায় আছেন। কারণ ব্যবসায়িক ব্যস্ততার কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে আইজনাকে কোলে নেওয়ার সুযোগ পাননি তিনি। শাবনূর ও আইজান চলতি মাসের কত তারিখ ফিরবেন তা অবশ্য গোপনই রাখা হয়েছে। 



২০১২ সালের ৬ ডিসেম্বর চুপিসারে অনিককে বিয়ে করেন। ‘বধূ তুমি কার’ ছবিতে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। জানা গেছে, শাবনূর ফিরে এলে পারিবারিকভাবে তার ও অনিকের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। গত বছরের ২৯ ডিসেম্বর পুত্রসন্তানের মা হন শাবনূর। তার ছেলের নাম রাখা হয় আইজান নেহান। 

শাবনূরকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘কিছু আশা কিছু ভালোবাসা’য়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস ও মৌসুমী। 

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার