শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্র্যাডফোর্ডকে ইসরায়েলমুক্ত শহর হিসেবে ঘোষণা দেওয়া হলো

image_114771.image_93495_0

যুক্তরাজ্যের রেসপেক্ট পার্টির এমপি জর্জ গ্যালোওয়ে ব্রাডফোর্ড শহরকে ‘ইসরায়েল ফ্রি সিটি’ হিসেবে ঘোষণা করেছেন। গ্যালোওয়ে বলন, ব্রাডফোর্ড সকল প্রকারের ইসরায়েলি পণ্য, সেবা এমনকি ইসরায়েলি ট্যুরিস্ট পর্যন্ত নিষিদ্ধ।

গত উইক এন্ডে লিডসে রেসপেক্ট পার্টির কার্যালয়ে এক বক্তব্য দেয়ার সময় পার্টির এই নেতা এমন ঘোষণা দিয়ে ব্রাডফোর্ডের সকল নাগরিককে ইসরাইল মুক্ত করার বা উদ্যোগের আহ্বান জানান। গ্যালোওয়েলের এমন বক্তব্য সম্বলিত একটি ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে।

গুইডো ফাওক্যেজ নামক একজনের ব্লগে এই ভিডিওটি পাওয়া যায়, যেখানে পরিষ্কারভাবে গ্যালোওয়ে বলছেন, ব্রাডফোর্ড ইসরায়েল ফ্রি জোন।

গুইডো ফাওক্যেজ বলেন, “আমরা ইসরায়েলি পণ্য চাই না, ইসরায়েলি সেবাও চাই না, কোনো একাডেমিকসও চাই না- আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসরাইলি চাই না।

ফাওক্যেজ বলেন, “আমরা ব্রাডফোর্ডে কোনো ইসরাইলি পর্যটকও চাই না।”

তবে টুইটারে গ্যালোওয়ের এই ঘোষণার পর পরই অনেকেই রাগান্বিত ও বিতর্কে জড়িয়ে পড়েছেন। কেউ কেউ হিটলারের সঙ্গেও তাকে তুলনা করছেন টুইটারে।

এ জাতীয় আরও খবর