মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এইচএসসির ফল প্রকাশিত হবে ১৩ আগস্ট

HSC------এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৩ আগস্ট। বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামী ৭ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। এবারও তার ব্যত্যয় হবে না। এ লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে।