কসবায় ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন
শেখ কামাল উদ্দিন:গতকাল বুধবার (৬ আগস্ট) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কসবা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইমাম প্রিক্যাডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কুমিল্লা জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জালাল উদ্দীন আকবর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কবির হোসেন, সহকারী অধ্যাপক ও সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন, সাংবাদিক মো. শাহ আলম চৌধুরী, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন সরকার, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল হক খাঁন, মোসলেমগঞ্জ বাজার কমিটির সভাপতি তবিবুর রহমান জীবন, ইমাম প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠাতা মো. সৈয়দ ইমাম, অধ্যক্ষ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন; শাখা ব্যবস্থাপক এসপিও মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন ও পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য ও ২০টি প্রতিষ্ঠানকে ১৫প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।