বিএনপিকে নির্মূল করতে মিথ্যা অভিযোগপত্র: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে নির্মূল করতে এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগপত্র দেয়া হচ্ছে। আজ বুধবার সকালে ড্যাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের বিরুদ্ধে মামলা হবে, নির্যাতন হবে তবে আন্দোলন চলমান। এটা চলছে ও চলবে। ২০০৮ সাল থেকে এই নির্যাতন দেখে আসছি। এগুলো মেনে নিয়েই আমরা রাজপথে আছি। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ও শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।