শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতি লিঃ নির্বাচন অনুষ্টিত

election..................মোজাম্মেল হক সবুজ : নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতি লিঃ ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়েছে।   মঙ্গলবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতা পুর্ণ নির্বাচনে ব্যাবস্থাপনা কমিটির ১২টি পদে ২২ জন সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করেন। সমিতির ৭৪১জন সদস্য মধ্যে ৬৫৬ জন ভোট প্রদন করেন। নির্বাচনে কালিচরন দাস ৩৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী তপন দাস পেয়েছে ২৬০ ভোট। সহ সভাপতি পদে রামকৃষ্ণ দাস ২৭৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নগেন্দ্র দাস পেয়েছে ২৭৫ ভোট।  সম্পাদক পদে শিশির দাস ৩৬০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিমর দাস পেয়েছে ২৭০ ভোট। নির্বাচিত অন্য সদস্যরা হলেন, পাপোচন দাস, ‏িহ্মরেন্দ্র দাস, তাপস দাস, অবনী দাস, শৈলেন চৌধুরী, শংকর দাস, সুভাস দাস, হরেন্দ্র দাস, সমীর দাস।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, ব্রা‏হ্মণবাড়িয়া জেল উপ-সহকারী নিবন্ধক অবুল ফজলুর হক, রিটানিং কর্মকতা ছিলেন উপজেলা সমবায় কর্মকতা বেলাল হোসেন।
                                                                        

 

 

এ জাতীয় আরও খবর