বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার ডানে আব্বাস বাঁয়ে সোহেল, আজ দ্বিতীয় দফা বসছে মহানগর

khaleda1মির্জা আব্বাস এবং বাঁয়ে হাবীব উন নবী খান সোহেলকে বসিয়ে ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সঙ্গে আনুষ্ঠানিক প্রথম রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া সোয়া তিন ঘণ্টার বৈঠকটি রাত পৌনে ১১টায় শেষ হয়। বৈঠক শুরুর দিকে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগানে মুখরিত করে তোলে গুলশান রাজনৈতিক কার্যালয়।

বৈঠকে বেগম খালেদা ঢাকা মহানগর বিএনপিকে সরকারবিরোধী আন্দোলনের দিক নির্দেশনা দেন বলে জানা গেছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুস সালাম, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টু, সালাহ উদ্দিন আহমেদ, কাজী আবুল বাশার, সিনিয়র সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবুল খায়ের ভূঁইয়া, আমান উল্লাহ আমান, এসএ খালেক, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল, সদস্য নবী উল্লাহ নবী, সাহাবুব উদ্দিন, আতিকুল ইসলাম মতিন, এমএ মজিত, আবু সাহিদ খান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ দ্বিতীয় দফা বসছে ঢাকা মহানগর

বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা বাস্তবায়নে বৈঠক করবে ঢাকা মহানগর কমিটি।

বুধবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন যুগ্ম-আহবায়ক কাজী আবুল বাশার।

তিনি বলেন, ‘কমিটি গঠনের পর আমরা কাজ শুরু করতে পারিনি। এখন চেয়ারপারসন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ম্যাডাম বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। সংগঠনকে দ্রুত শক্তিশালী করতে। যত দ্রুত সম্ভব ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটি গঠন করতে। সে জন্যই আমরা বুধবার বৈঠকে বসছি। বৈঠকে মহানগর কমিটি সুসংগঠিত করতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবরের মধ্যে গত ২৩ জুলাই নয়া পল্টনের মহানগর কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এর পরদিন শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন নেতারা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ