বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিসেম্বরে জিম্বাবুয়ে সিরিজে খেলবেন সাকিব!

sakib photoআগামী সপ্তাহের মধ্যেই সাকিব আল হাসানের শাস্তি কমানোর সিদ্ধান্ত হবে। আগামী ডিসেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলতে পারবেন তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিকেলে ধানমণ্ডির আবাহনী ক্লাবে শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে এ কথা জানান তিনি।

পাপন বলেন, ‘আমরা আগেই বলেছিলাম ঈদের পরে সাকিবের শাস্তি কমানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। যেহেতু বিসিবির সিইও ৮ তারিখে দেশে ফিরবে। তাই সেদিনই বোর্ড মিটিং হতে পারে। এটা নিয়ে আজ (মঙ্গলবার) সকালেও আলোচনা হয়েছে। যেহেতু সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছে না তাই এটা নিয়ে তাড়াহুড়া করার কিছু নেই। দু’এক দিন পরে বোর্ড মিটিং হলে কোনো সমস্য হবে না।’

তিনি আরো বলেন, ‘যেহেতু সাকিব শাস্তি কমানোর আপিল করেছে। তাছাড়া সাকিবের বর্তমান ব্যবহারে বিসিবি খুশি। তাই বিসিসির এখন বিবেচনার বিষয় হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে আরও দু’টি সিরিজ আছে, একটি (আগামী মাসে) এশিয়ান গেমস অন্যটি ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। সে দু’টি সিরিজে সাকিব যাতে খেলতে পারে সে বিষয়েই মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’

প্রিমিয়ার লিগে দলবদলের বিষয় ও সাকিব কবে খেলতে পারবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগে তার খেলার সম্ভাবনা রয়েছে। সাকিব যদি জিম্বাবুয়ে সিরিজে খেলে তাহলে প্রিমিয়ার লিগও খেলতে পারবে। তবে এসব বিষয়ে বোর্ডের মিটিংয়েই সিদ্ধান্ত হবে। বোর্ডের মিটিং ছাড়া এ বিষয়ে বলা যাবে না। সব মিলে আগামী ১৫ তারিখের মধ্যে সাকিবের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে।’

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের দলবদল হবে ১১ আগস্ট। আর জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসছে ডিসেম্বরে। তাদের সঙ্গে বাংলাদেশ দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে।

সর্বশেষ অনাপত্তিপত্র না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যাবিরীয় প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া, রাগের মাথায় টেস্ট ও ওয়ানডে দল থেকে অবসর নিয়ে ফেলার মতো মন্তব্য করার পর- ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। ঘরোয়া ও আন্তর্জাতিক দুই ধরনের ক্রিকেটই এই সময় খেলতে পারবেন না।

একই সঙ্গে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাইরের কোনো লিগে খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) পাবেন না তিনি। আগামী আইপিএলেও তাই খেলা হবে না তার। আচরণ শোধরানো না হলে ভবিষ্যতে আজীবনের জন্যও নিষিদ্ধ হতে পারেন এমন সতর্কবাণীও দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা

বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

দুই ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে চাপা

শ্রীলঙ্কার সাথে টেস্ট জেতা উচিত : সাকিব

দায়িত্ব নিয়ে ভিসি বললেন ‘দুর্নীতি করব না, প্রশ্রয়ও দেবো না’

স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের