ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ আগষ্ট পালনের ব্যাপক কর্মসূচী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট পালনের লক্ষ্যে সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। জেলাপ্রশাসক ডঃমুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ ছাল্লাল,সহকারী পুলিশসুপার সফিকুল ইসলাম,জেলা আুয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার. সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবুল, সুজন সভাপতি প্রফেসর মোঃমোখলেসুর রহমান খান,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ,জেলা তথ্য অফিসার তারিক আহমেদ, পৌরসভার সচিব ইসহাক ভুইয়া,প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন,্অন্নদা সরকারিী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন ,জেলা যুবলীগ সভাপতি এডভোকেট মাহবুবল আলম খোকন প্রমুখ। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে র্যালী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, রচনা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা,বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন , বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।