বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় মাদক সেবনের দায়ে ৬ ব্যক্তির একমাস করে কারাদন্ড

Grafterশেখ মো. কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক সেবনের দায়ে ৬ ব্যক্তির একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিদের  মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন; কসবা উপজেলার কুটি গ্রামের মৃত আবুল খায়ের পুত্র সারোয়ার মিয়া, মৃত মুর্তুজ আলীর পুত্র ফারুক মিয়া, আবদুল মোতালেব মিয়ার পুত্র জামসেদ মিয়া, রাজু মিয়ার পুত্র রমজান মিয়া, একই উপজেলার বিষ্ণপুর গ্রামের ধনু মিয়ার পুত্র কবির মিয়া এবং পাশ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের শিবু চন্দ্র রায়ের পুত্র নন্দন চন্দ্র রায়। 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে; কসবা উপজেলার কুটি গ্রামের দক্ষিন পাড়া এলাকায় গত সোমবার রাতে গাজাঁর আসর বসিয়ে মাদক সেবন করার খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনকারীদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়।  
নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ বলেন; মাদক সেবনকারীরা আদালতের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ২৬ ধারা মোতাবেক সেবনকারী প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারদন্ড দেয়া হয়েছে। 
 কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান বলেন;   কারাদন্ড প্রাপ্ত ৬ ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষ, আহত অর্ধশত

কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে যেসব খাবারে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

এখনও কেন সিঙ্গেল মিমি? 

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব