সালাউদ্দিন আহমেদ দিপু আইন সহায়তা কেন্দ্রের নতুন সভাপতি
নিজস্ব প্রতিবেদক : আইন সহায়তা কেন্দ্র, (আসক) মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিশেষ করে ঢাকার বাইরে, দেশের প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে তাদের সেবা কার্যক্রম। সম্প্রতি আসক ফাউন্ডেশনের নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন সালাহউদ্দিন আহমেদ দিপু। ব্রাহ্মনবাড়ীয়া জেলা কমিটির মেয়াদ শেষ হওয়াতে তাকে নতুন কমিটি গঠনের দায়িত্বসহ এই পদে সম্মানিত করা হয়। আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সামসুল হক আমাদের ব্রাহ্মনবাড়ীয়া ডটকমকে এই তথ্য জানান। পাশাপাশি জনাব সালাহউদ্দিন আহমেদ দিপু বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি, ব্রাহ্মনবাড়ীয়ারও সভাপতি পদ লাভ করেন। ক্রেতা, ভোক্তাদের প্রতারণা প্রতিরোধকারী জাতীয় সেচ্ছাসেবী সংগঠন হিসাবেও বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি দীর্ঘদিন ধরে পরিচিত। উল্লেখ্য, জনাব সালাউদ্দিন আহমেদ দিপু নানাধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও দীর্ঘদিন নিজেকে জড়িত রেখেছেন।