যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে ফের ইসরাইলি বর্বরতা
তেলআবিব: সাত ঘণ্টার জন্যে গাজায় একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরাইল। সোমবার সকাল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতিকে ‘মানবিক বিরতি’ বলে তারা বর্ণনা করেছে। তবে এই যুদ্ধবিরতি চলাকালে সোমবার সাতসকালেই ঝরে গেছে ১০ জন ফিলিস্তিনির প্রাণ। থেমে নেই ইসরাইলি বর্বরতা।গাজার জরুরি সেবা বিভাগের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, সোমবার ভোর হতে না হতে ইসরাইলের হামলায় জাবালিয়ায় পাঁচজন, জিতুন ও শেখ রাদওয়ানে তিনজন এবং নুসিরাত ও রাফায় দুজন নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত ৮ জুলাই থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলের বর্বর হামলায় এক হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। এর মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, এ পর্যন্ত তারা গাজায় চার হাজার ৬৮৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সময় গাজা থেকে দুই হাজার ৫৬০টি রকেট ও মর্টার শেল ছুড়েছে হামাস। প্রায় চার সপ্তাহে ইসরায়েলের ৬৪ জন সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজায় একটি স্কুলের কাছে মিসাইল হামলাকে ঘোরতর অনৈতিক ও অপরাধমূলক তৎপরতা হিসেবে বর্ণনা করেছেন।
মানবিক প্রয়োজনে সাতঘণ্টার এই যুদ্ধবিরতি বলে ইসরাইল ঘোষণা দিলেরও, একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকা রাফার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে না।
এছাড়া এই সাতঘণ্টার মধ্যে ইসরাইল যদি কোনোরকম হামলার মুখোমুখি হয়, তাহলে তারাও পাল্টা জবাব দেবে।
এদিকে গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে মিসাইল হামলায় কমপক্ষে দশজন নিহত হয়েছেন। এই ঘটনাকে ঘোরতর অনৈতিক ও অপরাধমুলক তৎপরতা বলে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরাইলি বিমান হামলার কারণে রোববার সকালে ওই বিস্ফোরণ ঘটে। জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে হাজার হাজার বেসামরিক ব্যক্তি আশ্রয় নিয়েছিলেন। ওই মিসাইল হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু ঘটে।ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন।
গাজায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান সমন্বয়ক জেমস রাউলে বলছেন, গাজায় আমাদের চোখের সামনেই মানবিক আর স্বাস্থ্যগত বিপর্যয় দেখছি আমরা। এখানে এখন নিরাপদ জায়গা বলে কিছু নেই।
তিনি বলছেন, হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে পালিয়ে আত্মীয়দের বাসায় আশ্রয় নিয়েছেন। সেখান থেকে পালিয়ে শরনার্থী শিবিরে এসেছিলেন। কিন্তু তাদেরও এখন আর যাবার কোনো জায়গা নেই।
এদিকে, ইসরাইলের নিহত সেনা হাদার গোল্ডিনের আন্তেস্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। ইসরাইলের পক্ষ থেকে এর আগে অভিযোগ করা হয় যে তাকে হামাস অপহরণ করেছিল. তবে এখন জানা গেছে ওই সেনা যুদ্ধে নিহত হয়েছেন।
গাজায় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শুধু রোববারের সহিংসতায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা সতেরশো’র বেশি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অন্যদিকে, একটি যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার লক্ষ্যে কায়রোতে যে আলোচনার আয়োজন করা হয়েছে, তাতে যোগ দিতে ফিলিস্তিনিদের একটি প্রতিনিধিদল সেখানে গেছে। তবে ইসরাইল বলেছে যে, তারা কোনো প্রতিনিধি পাঠাবে না।
ওই আলোচনায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নসের যোগ দেয়ার কথা ছিল। কিন্তু তিনি আর কায়রো যাচ্ছেন না বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত টনি ব্লেয়ারও কায়রোতে যাবেন না।
কায়রোতে বিবিসির একজন সংবাদাতা বলছেন, ওই আলোচনা থেকে অর্থপূর্ণ কিছু অর্জন করা যাবে না বলেই সন্দেহ করা হচ্ছে।
সূত্র: বিবিসি, এএফপি