শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়ায় মাজারে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

 

Brahmanbaria Human Chain pic (1)

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে পীর শাহ সুলতানের মাজারে হামলা ও ভাংচুরের প্রতিবাদে আজ রোববার দুপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছুন্নী আন্দোলন বাংলাদেশ।
স্থানীয় আখাউড়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে মোটর ষ্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভা করে সংগঠনটি। এ সময় মাজারে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ছুন্নী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত শনিবার সকালে দেবগ্রামের পীর শাহ সুলতানের মাজারে হামলা করে স্থানীয় তাবলীগ জামায়ত ও হেফাজতের কর্মীরা। এ সময় তারা মাজারের সীমানা প্রাচীর গুড়িয়ে দেয় এবং দান বাক্স নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর