মৌচাক মার্কেটে আগুন নিয়ন্ত্রণে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের মৌচাক মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা সাড়ে ১২ টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এর আগে আগুন লাগার পর স্থানীয়রা মোটর চালিত পাম্পের সাহায্যে নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, উপজেলা সদরের জেলা পরিষদ ডাক বাংলোর সামনে অবস্থিত এ মার্কেটে কসমেটিকসহ বিভিন্ন প্রকার গোডাউন রয়েছে।
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা অগ্নিকান্ডের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।