বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টানেল: গাজার ‘লাইফলাইন’, ইসরাইলের মাথাব্যথা

image_92692_0

ফিলিস্তিনে ইসরাইলি হামলার আলোচিত বিষয় গাজার টানেল বা সুড়ঙ্গপথ। ইসরাইল বলছে, সব কটি সুড়ঙ্গ ধ্বংস না করা পর্যন্ত তাদের অভিযান চলবে। তাদের অভিযোগ, এসব সুড়ঙ্গ ব্যবহার করে হামাস ইসরাইলে চোরাগোপ্তা হামলা চালায়। তবে ইসরাইল ও মিসরের সীমান্তবেড়া দিয়ে ঘেরা ফিলিস্তিনে এসব টানেল বিবেচিত হয় গাজাবাসীর লাইফলাইন হিসেবে।



লাইফলাইন ও চোরাগোপ্তা হামলার  পথ

ফিলিস্তিনিরা টানেল বা সুড়ঙ্গপথগুলো তাদের লাইফলাইন বলে মনে করলেও ইসরাইল এগুলোকে বিবেচনা করে অস্ত্র চোরাচালান ও চোরাগোপ্তা হামলার পথ হিসেবে৷ চারপাশ থেকে আবদ্ধ গাজার সঙ্গে বিশ্বের সংযোগের অন্যতম পথ এসব সুড়ঙ্গ। এগুলো ব্যবহার করে এমনকি পশুও গাজায় নেয়া হয়৷

 

নিজেদের ভূমিতে কারাবন্দী

গাজায় প্রায় দুই মিলিয়ন (২০ লাখ) মানুষের বাস৷ প্রতিবেশী দেশ ইসরাইল ও মিশর থেকে তাদের বিচ্ছিন্ন করা হয়েছে উঁচু দেয়াল দিয়ে৷ সীমান্ত চেকপোস্টগুলোতে রয়েছে কড়া পাহারা৷ একসময় মিশরের রাফা সীমান্ত ব্যবহার করে গাজার বাইরে যেতে পারতে ফিলিস্তিনিরা৷ কিন্তু ২০০৭ সালের জুনে হামাস গাজার ক্ষমতা নেয়ার পর বন্ধ হয়ে গেছে সেই সীমান্তও৷



ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ

আর তখন থেকে গাজাবাসী বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখছে একমাত্র টানেল বা সুড়ঙ্গ ব্যবহার করে৷ এগুলো অধিকাংশ ক্ষেত্রে তৈরি করা হয় অনিরাপদ ও সাদাসিধে উপায়ে৷ নির্মাণকাজে ব্যবহার হয় বেলচা ও কাঠ৷ তরুণ ফিলিস্তিনিদের জন্য অর্থ উপায়ের অল্প কিছু মাধ্যমের একটি এই সুড়ঙ্গ খনন৷ তবে এই কাজে মৃত্যুঝুঁকিও আছে৷



গোপন প্রবেশপথ

সুড়ঙ্গে প্রবেশের পথ অধিকাংশ ক্ষেত্রে সাধারণ বাসাবাড়ির মধ্যে থাকে৷ মূলত বাইরে থেকে যাতে বোঝা না যায়, সেজন্য এই ব্যবস্থা৷ যারা এসব টানেল ব্যবহার করতে চান, তাদের এ জন্য টাকা খরচ করতে হয়৷ ইসরাইল মনে করে, গাজাবাসী টানেল ব্যবহারের জন্য যে টাকা খরচ করে, তা অন্যান্য চাহিদা মেটাতে আরো ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে৷



নিত্যব্যবহার্য জিনিসপত্র আনার পথ

ফিলিস্তিনিরা এসব টানেল ব্যবহার করে নির্মাণকাজের জন্য সিমেন্ট ও অন্যান্য উপাদান গাজায় আনে৷ ঘরবাড়ি তৈরি কিংবা সংস্কারে এগুলো দরকার হয়৷ এ ছাড়া ভোগ্যপণ্য, কাপড় এমনকি রকেট ও বিস্ফোরকও টানেল দিয়েই গাজায় আসে৷



সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে

গত ত্রিশ বছরের বেশি সময় ধরে গাজায় টানেল রয়েছে৷ ১৯৭৯ সালে ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি চুক্তির পর রাফা শহরটি বিভক্ত হয়ে যায়৷ এর অর্ধেক চলে যায় মিশরের দখলে, বাকিটা গাজার৷ তখন থেকেই শহরটির দুই অংশের মধ্যে যোগাযোগ ও মালামাল পরিবহণের উপায় হয়ে ওঠে সুড়ঙ্গপথ৷



মিসাইল থেকে বাঁচার উপায়

এখন অনেক সাধারণ টানেলেও যোগাযোগের আধুনিক সরঞ্জাম রয়েছে৷ বিশেষ করে বিদ্যুৎ ও টেলিফোনের কথা বলা যায়৷ সুড়ঙ্গ খননের কাজে নিয়োজিত শ্রমিকরা মাটির উপরের সঙ্গে যোগাযোগ রাখেন টেলিফোনের মাধ্যমে৷ আর ইসরাইলি সামরিক বাহিনী যখন আক্রমণ করে, তখন অনেক ফিলিস্তিনি জীবন বাঁচাতে বা লুকিয়ে থাকতে টানেলে আশ্রয় নেন৷



মিশরও ধ্বংস করছে সুড়ঙ্গ

মিশরও গাজার এই সুরক্ষা নেটওয়ার্কের বিরোধী৷ মিশরের সিনাই উপত্যকায়ও হামাসের হামলার অভিযোগ রয়েছে৷ তাই মিশরের সেনারাও বছরের পর বছর তাদের ভূখণ্ডের নিচে থাকা টানেল ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে৷



মাটির নিচে বিপদ

শুধু ইসরাইলি সেনাদের হত্যার উদ্দেশ্যেও অনেক সুড়ঙ্গ খোঁড়া হয়েছে বলে ইসরাইলের অভিযোগ৷ ২০০৪ সালে হামাসের প্রকাশিত এক ছবিতে কিছু বিস্ফোরক দেখানো হয়েছে যা ব্যবহার করে ওই বছরের ডিসেম্বরে ইসরাইলের একটি সেনাঘাঁটির নিচে বিস্ফোরণ ঘটানো হয়েছিল৷ এতে পাঁচ ইসরাইলি সেনা নিহত এবং দশজন আহত হন৷



সুড়ঙ্গে মন্ত্রী

গাজা থেকে ইসরাইলে প্রবেশের জন্য তৈরি এই সুড়ঙ্গটি ২০১৩ সালে প্রদর্শন করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোসা ইয়ালন৷ ইসরায়েলের দেয়া তথ্য অনুযায়ী, হামাস এই টানেল দিয়ে ইসরাইলে হামলা এবং ইসরাইলিদের অপহরণ করেছে৷



আক্রমণ চলছেই

ইসরায়েল দাবি করেছে, গাজায় কয়েক ডজন টানেল ধ্বংসে সক্ষম হয়েছে তাদের সেনাবাহিনী৷ গত ৮ জুলাই থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল৷ এতে বুধবার (৩০.০৭.১৪) পর্যন্ত প্রাণ হারিয়েছে এক হাজার ২০০-এর বেশি মানুষ, যাদের অধিকাংশই নিরীহ ফিলিস্তিনি৷

সূত্র: ডিডব্লিউ।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি