রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আবারও নৌকাডুবি : যমুনায় ৭ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৫

image_92412_0-300x170

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মিটুয়ানী এলাকায় যমুনা নদীতে যাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা ডুবে সাত জনের মরদেহ উদ্ধার ও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন। তবে মরদেহ উদ্ধার হওয়া ছয় জনের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চৌহালীর মিটুয়ানী থেকে নারী-শিশুসহ ৪০/৫০ জন যাত্রী নিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা চর সলিমাবাদ যাচ্ছিল। নৌকাটি ছাড়ার পর প্রচন্ড স্রোত ও ঘূর্নাবর্তের কারণে নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি সেতুর সঙ্গে সজোড়ে ধাক্কা লাগলে তা উল্টে তলিয়ে যায়। এসময় কয়েক জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও অন্যান্যরা স্রোতে ভেসে যায়।

এরপর স্থানীয়রা অভিযান চালিয়ে ৪ জনের লাশ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে নদী থেকে আরো তিন জনের লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো সাত। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে যোগ দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে অসুস্থদের চিকিৎসা দিচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নিতে ঢাকা থেকে ডুবুরী দল রওনা হয়েছে।

যুগান্তর