বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন জ্যাক ক্যালিস

kallis

টেস্ট ক্রিকেটের পর এবার আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। সম্প্রতি শ্রীলংকার সঙ্গে ওয়ানডে সিরিজে জ্যাক ক্যালিসের দুর্বল পারফরর্মেন্সের পর সমালোচনা শুরু হয়। আর তারই প্রেক্ষিতে অবসরের এই সিদ্ধান্ত ক্যালিসের। সব ধরণের আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্যালিস ঘরোয়া ও বিশ্বের বিভিন্ন লীগ খেলা চালিয়ে যাবেন।

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর গণমাধ্যমকে তিনি বলেছিলেন, যদি শরীর ফিট ও ফর্ম ভাল থাকে তাহলে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান তিনি। কিন্তু তার অবসরের মধ্য দিয়ে এই স্বপ্ন আর পূরণ হলো না।

দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যালিসের টেস্ট অভিষেক হয় ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে এরপর দীর্ঘ ১৯ বছর ধরে তিনি ক্রিকেটের প্রত্যেক ক্ষেত্রেই দক্ষিণ আফ্রিকার হয়ে দলকে সেবা দিয়ে গেছেন।

অবসরের পর এক নজরে জ্যাক ক্যালিসের আন্তর্জাতিক ক্যারিয়ার:

ওয়ানডে ম্যাচ

ম্যাচ রান উইকেট সেরা
৩২৮ ১১৫৭৯ ২৭৩ ১৩৯ রান, ৬/৫৪

টেস্ট ম্যাচ

ম্যাচ রান উইকেট সেরা
১৬৬ ১৩২৮৯ ২৯২ ১৩৯ রান, ৫/৩০

টি-টোয়েন্টি

ম্যাচ রান উইকেট সেরা
২৫ ৬৬৬ ১২ ৭৩ রান, ৪/১৫

এ জাতীয় আরও খবর