কোলাকুলির সময় বোমায় কারজাইয়ের ভাই নিহত
ঈদের কোলাকুলির সময় আত্মাঘাতী বোমা হামলায় আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ফুফাত ভাই হাসমত কারজাই নিহত হয়েছেন।
এক খবরে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার কান্দাহার প্রদেশে ঈদের কোলাকুলি করার সময় বোমা বিস্ফোরণে তিনি নিহত হন।
নিহত হাসমত কারজাই দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আশরাফ ঘানির নির্বাচনী প্রচারণার প্রধান। ভোট গণনার প্রাথমকি পর্বে এগিয়ে রয়েছেন তিনি।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ফুফাত ভাই হাসমত কারজাই।
ঘানির প্রধান প্রতিপক্ষ আবদুল্লা আবদুল্লার অভিযোগ কারজাই পরিবারের ষড়যন্ত্রে তাঁকে জোর করে হারানো হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোট নিয়ে এই বিবাদের কারণেহাসমত ভাইকে এভাবে খুন করা হয়েছে।
এএফপি জানায়, ঈদুল ফিতর উপলক্ষে হাসমাতের কাছে ঈদের শুভেচ্ছা জানাতে এসে পাগড়িতে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। এ হামলায় হাসমত ঘটনাস্থলেই নিহত হন।
প্রসঙ্গত, হাসমাত কারজাই কান্দাহার প্রাদেশিক পরিষদের একজন সদস্য ছিলেন। তিনি পৃথিবীজুড়ে সিংহ পালক রাজনীতিবিদ হিসাবে বিখ্যাত। পোষা সিংহকে নিয়ে হাসমাতের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল।