শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ জামাতে ইমামতি নিয়ে সংঘর্ষ

images

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঈদের জামাতে ইমাম নিয়োগে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক মুসল্লি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চানপুর হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে এই সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এসময় গুরুতর আহত ৩২ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে কয়েকটি দোকান ভাংচুর ও টাকা লুটের অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সংঘর্ষে আহত চানপুর গ্রামের বাসিন্দা মো. হাদিস মিয়া (৫৫) জানান, চানপুর হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে ঈদ জামাতের ইমাম নিয়োগ নিয়ে মধ্যপাড়ার বাসিন্দারা একজন ইমাম নিয়োগ দিয়েছিলেন। এসময় পশ্চিমপাড়ার বাসিন্দারা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ও স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুককে ঈদ জামাতে ইমাম নিয়োগের দাবি জানান। এক পর্যায়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তর্ক শুরু হয়।

পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. রতন মিয়া (৩৫) জানান, এলাকার প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মদ আলী দুইজন ইমামকে নিয়ে ঈদগাহ মাঠে হাজির হন। এদের মধ্যে একজনকে নামাজে ইমামতি ও অপরজনকে খুতবা পরিচালনার কথা বলেন তিনি। ঈদগাহে যাওয়ার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ঈদগাহ মাঠের বেড়া ভেঙ্গে বাঁশ নিয়ে সংঘর্ষ শুরু করে তারা। এসময় ইট-পাথর দিয়েও ঢিল ছুঁড়ে তারা।

মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আহাম্মদ আলী (৭০) অভিযোগ করেন, নিজস্ব ইমাম থাকা সত্বেও প্রতিবছর পূর্বপাড়া গ্রামের লোকজন নিজেদের খেয়াল খুশি মতো বাহির থেকে ইমাম এনে নামাজ পরিচালনা করে। এর প্রতিবাদ করায় তারা আমাদেরকে মারধর করে। বাড়িঘর ও দোকানপাট হামলা চালিয়ে লুটপাট করেছে তারা।

নান্দাইল মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, ঈদ জামাতে ইমাম নিয়োগে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে যায়। এখনও কোনোপক্ষ থানায় অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

মেট্রোরেলে এক দিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড

বাবা হচ্ছেন পরমব্রত, ৫ মাসের অন্তঃসত্ত্বা পিয়া

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ

মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ছেন ইহুদিরা

চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখা যাবে যেভাবে

পূর্ব শত্রুতার জেরে পল্লবীতে ভাই-বোন গুলিবিদ্ধ

আরও ১১৯ অবৈধ ভারতীয় নিয়ে আজ নামছে দ্বিতীয় মার্কিন বিমান!

ভারতীয় ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র

জুলাই গণ-অভ্যুত্থানের ছবি-ভিডিও আহ্বান, নিরাপত্তা ইস্যুতে যা বলল পুলিশ

হজের জন্য বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে আদানি নিয়ে প্রশ্ন করতেই যেভাবে এড়িয়ে গেলেন মোদি

তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস