শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদ জামাতে ইমামতি নিয়ে সংঘর্ষ

images

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঈদের জামাতে ইমাম নিয়োগে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক মুসল্লি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চানপুর হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে এই সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এসময় গুরুতর আহত ৩২ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে কয়েকটি দোকান ভাংচুর ও টাকা লুটের অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সংঘর্ষে আহত চানপুর গ্রামের বাসিন্দা মো. হাদিস মিয়া (৫৫) জানান, চানপুর হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে ঈদ জামাতের ইমাম নিয়োগ নিয়ে মধ্যপাড়ার বাসিন্দারা একজন ইমাম নিয়োগ দিয়েছিলেন। এসময় পশ্চিমপাড়ার বাসিন্দারা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ও স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুককে ঈদ জামাতে ইমাম নিয়োগের দাবি জানান। এক পর্যায়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তর্ক শুরু হয়।

পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. রতন মিয়া (৩৫) জানান, এলাকার প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মদ আলী দুইজন ইমামকে নিয়ে ঈদগাহ মাঠে হাজির হন। এদের মধ্যে একজনকে নামাজে ইমামতি ও অপরজনকে খুতবা পরিচালনার কথা বলেন তিনি। ঈদগাহে যাওয়ার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ঈদগাহ মাঠের বেড়া ভেঙ্গে বাঁশ নিয়ে সংঘর্ষ শুরু করে তারা। এসময় ইট-পাথর দিয়েও ঢিল ছুঁড়ে তারা।

মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আহাম্মদ আলী (৭০) অভিযোগ করেন, নিজস্ব ইমাম থাকা সত্বেও প্রতিবছর পূর্বপাড়া গ্রামের লোকজন নিজেদের খেয়াল খুশি মতো বাহির থেকে ইমাম এনে নামাজ পরিচালনা করে। এর প্রতিবাদ করায় তারা আমাদেরকে মারধর করে। বাড়িঘর ও দোকানপাট হামলা চালিয়ে লুটপাট করেছে তারা।

নান্দাইল মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, ঈদ জামাতে ইমাম নিয়োগে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে যায়। এখনও কোনোপক্ষ থানায় অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা