মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শহরে ঈদের প্রধান জামাত সকাল ৯ টায়

images

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরে ঈদের প্রধান জামাত সকাল ৯ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকুল হলে ঈদের জামাত ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ঈদগাহ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া শহরের টেংকের পাড় ময়দান, শেরপুর, মেড্ডা, ভাদুঘর ঈদগাহসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলায় সকাল ১০ টায় জেলা জাকের পার্টির উদ্যোগে মরহুম বজলুর রহমান ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা জাকের পার্টির সভাপতি সেলিম কবীর।
তিনি এ জামাতে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।