বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

তুর্কি প্রধানমন্ত্রীর ফুটবল ভিডিও ইন্টারনেটে তোলপাড়

Erdogan_2988114b

তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইএপ এরদোগান একটি প্রীতি ফুটবল ম্যাচে হ্যাট-ট্রিক করেছেন – আর সেই তিন গোলের ভিডিও ইন্টারনেটে দাবানলের মত ছড়িয়ে পরেছে।

প্রধানমন্ত্রী এরদোগান, যিনি এক সময়ে তুর্কি ক্লাব কাসিমপাশা-র একজন প্রতিভাবান ফুটবলার ছিলেন, ইস্তাম্বুলে একটি নতুন ফুটবল স্টেডিয়াম উদ্বোধন কালে একটি প্রীতি ম্যাচে তিনটি গোল করেন।

একটি উজ্জ্বল কমলা রং-এর জার্সি পরে মি. এরডোহান বিশাল সংখ্যক দর্শকের সামনে কিছু দুর্বল ডিফেন্ডিং-এর সুযোগ নিয়ে তিনটি গোল করেন।

গোল গুলো করার পর ৬০-বছর বয়স্ক মিঃ এরদোগানকে বেশ কাঁচুমাচু দেখাচ্ছিলো।

মি. এরদোগান, যিনি এক দশকেরও বেশি সময় ধরে তুরস্কের প্রধানমন্ত্রী, আগামী মাসের নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

– টেলিগ্রাফ

এ জাতীয় আরও খবর