খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা কার্ড রোববার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, বিকেল সোয়া চারটার দিকে প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা শেখ আক্তার হোসেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন। খালেদা জিয়ার একান্ত সহকারী শিমুল বিশ্বাস শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন বলেও জানান তিনি।
এর আগে শনিবার খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছাবার্তা পাঠানো হয়।
ওই দিন সকাল ১১ টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পাঠানো হয় ঈদকার্ডটি।
খালেদা জিয়ার পক্ষে সেটি পৌঁছে দেন বিএনপির দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এবং আসাদুল করিম শাহীন।