দীর্ঘ ছুটির ফাঁদে আখাউড়া স্থলবন্দর
সাপ্তাহিক ছুটি, পবিত্র লাইলাতুল কদর ও ঈদুর ফিতর উপলক্ষে সাত দিনের ছুটিতে পড়ছে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।শুক্রবার সাপ্তাহিক বন্ধ ও পরদিন পবিত্র শনিবার লাইলাতু কদরের বন্ধের পর শুধুমাত্র আগামী রোববার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। এরপর ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৫ দিন বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম।ব্যবসায়ী নেতা মনির হোসেন বাবুল জানান, ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এসব বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব ধরনের প্রকার ছুটি শেষে আগামী ২আগস্ট আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।