২০ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার ।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/নাজমুল আলম, এএসআই/মোঃ বশির আহম্মেদ ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৪/০৭/২০১৪ ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন রামরাইল-উড়শিউড়া মধ্যবর্তী ব্রীজ (রামরাইল ব্রীজ) হইতে অনুমান ২০ গজ উত্তরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইকবাল (২০), পিতা-আব্দুল হাসেম, সাং-বোল্লাবাড়ী, (গোল্লা বাড়ী), থানা-কসবা, পূর্বে আখাউড়া, ২। মোঃ সাইফুল ইসলাম (১৯), পিতা-অহিদ মিয়া, সাং-উত্তর ধর্মনগর, থানা-আখাউড়া, উভয় জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ০১টি দেড় টনি পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৪-৬৩৩১ তল্লাশী করিয়া গাড়ীর পিছনে রাখা খালি ক্যারেট (ফলের ঝুড়ি) এর ভিতর হইতে (২০) বিশ কেজি গাঁজা এবং পিকআপ গাড়ীসহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে অত্র থানা এলাকায় পুলিশী অভিযান অব্যাহত আছে।