গাজায় ইসরায়েলি হামলায় নাসিরনগরে মানববন্ধন
মোজাম্মেল হক সবুজ : গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতশত নারিশিশু সহ নিরিহ মামুষ হত্যার প্রাতিবাদে এক মানববন্ধন অনুষ্টিত হয়। নাসিরনগর উপজেলা সংগ্রামী যুব সমাজের উদ্যোগে বুধবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে, মাওলানা নুরুল ইসলাম পটোয়ারীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রাধান অতিথি খেলাফত মজলিশ ব্রাহ্মনবাড়িয়া জেলা সেক্রেটারী এসএম শহীদুল্লাহ্। বক্তব্য রাখেন, উপজেলা খেলাপত মজলিশ সাধারন সম্পাদক্্ ইমরানুর রশিদ, মাওলানা তোফাজ্জল হোসেন, হাফেজ আশরাফ হোসেন, কামরুল হাসান প্রামুখ। বক্তারা গাজায় ইসরায়েলি বরবর হামলায় প্রাতিদিন শতশত নারিশিশু সহ নিরিহ মানুষ হত্যাও হাজার হাজার আহত হওয়ায় নিন্দা ও অবিলম্বে বন্ধের দাবি জানান।