শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাজায় নিহত ৬২০ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

Israel-continues-300x162নিজেদের ‘নিরাপত্তা রক্ষা’য় ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেল আবিবে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি ও আলজাজিরার।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের নিরাপত্তা রক্ষায় আমরা এ ধরনের অভিযান চালিয়ে যাব।’

এ সময় তিনি অস্ত্রবিরতি প্রত্যাখ্যান করায় হামাসকে দায়ী করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলার ১৫তম দিন মঙ্গলবারে নিহতের সংখ্যা বেড়ে ৬২০-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে এএফপি। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৩৭০০ জন।

জাতিসংঘের শরণার্থী শিবিরের পক্ষ থেকে জানান হয়েছে, গাজায় তাদের শরণার্থী শিবিরগুলোতে অন্তত এক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

ইসরায়েলের তেল আবিবে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মুন ইসরায়েলকে দীর্ঘ মেয়াদে সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।এ দিন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনকে ‘সংঘর্ষ বন্ধ’ ও ‘আলোচনা শুরু’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

এ সময় তিনি বলেন, ‘আমি ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়কে বলছি, আপনারা যুদ্ধ বন্ধ করুন, আলোচনা শুরু করুন। আমাদের যেন পরবর্তী ছয় মাস বা এক বছরে এ ধরনের পরিস্থিতি দেখতে না হয়।’

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বর্তমানে মিসরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কায়রোতে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে বৈঠক করেছেন তিনি।

ওই বৈঠকের পর কেরি মিসরের মধ্যস্ততায় করা অস্ত্রবিরতির নির্দেশনা অনুযায়ী হামাসকে তা মেনে নিতে আহ্বান জানান।

এ সময় তিনি ‘আত্মরক্ষার্থে’ চালান ইসরায়েলের এ হামলাকে সমর্থন করে বিবৃতি দেন। এর আগে, দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাও ‘আত্মরক্ষার্থে’ ইসরায়েলের এ হামলাকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা