বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গাজায় নিহত ৬২০ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

Israel-continues-300x162নিজেদের ‘নিরাপত্তা রক্ষা’য় ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেল আবিবে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি ও আলজাজিরার।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের নিরাপত্তা রক্ষায় আমরা এ ধরনের অভিযান চালিয়ে যাব।’

এ সময় তিনি অস্ত্রবিরতি প্রত্যাখ্যান করায় হামাসকে দায়ী করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলার ১৫তম দিন মঙ্গলবারে নিহতের সংখ্যা বেড়ে ৬২০-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে এএফপি। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৩৭০০ জন।

জাতিসংঘের শরণার্থী শিবিরের পক্ষ থেকে জানান হয়েছে, গাজায় তাদের শরণার্থী শিবিরগুলোতে অন্তত এক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

ইসরায়েলের তেল আবিবে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মুন ইসরায়েলকে দীর্ঘ মেয়াদে সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।এ দিন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনকে ‘সংঘর্ষ বন্ধ’ ও ‘আলোচনা শুরু’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

এ সময় তিনি বলেন, ‘আমি ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়কে বলছি, আপনারা যুদ্ধ বন্ধ করুন, আলোচনা শুরু করুন। আমাদের যেন পরবর্তী ছয় মাস বা এক বছরে এ ধরনের পরিস্থিতি দেখতে না হয়।’

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বর্তমানে মিসরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কায়রোতে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে বৈঠক করেছেন তিনি।

ওই বৈঠকের পর কেরি মিসরের মধ্যস্ততায় করা অস্ত্রবিরতির নির্দেশনা অনুযায়ী হামাসকে তা মেনে নিতে আহ্বান জানান।

এ সময় তিনি ‘আত্মরক্ষার্থে’ চালান ইসরায়েলের এ হামলাকে সমর্থন করে বিবৃতি দেন। এর আগে, দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাও ‘আত্মরক্ষার্থে’ ইসরায়েলের এ হামলাকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার