ব্ল্যাকবক্স দিয়েছে রুশপন্থী বিদ্রোহীরা
মালয়েশিয় বিশেষজ্ঞদের কাছে ‘ব্ল্যাক বক্স’ হস্তান্তর করছে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা- ছবি বিবিসিরইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত এমএইচ১৭ ফ্লাইটের ‘ব্ল্যাক বক্স’ মালয়েশিয় বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।এক খবরে মঙ্গলবার বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেস্কোতে এক আলোচনা শেষে মালয়েশিয় প্রতিনিধি দলের কাছে ‘ব্ল্যাক বক্স’ হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্ত হবার ঘটনাস্থলে আন্তর্জাতিক তদন্তকারীদের অবাধ যাতায়াত নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে এক প্রস্তাব পাস হবার পর রুশ-পন্থী বিচ্ছিন্নতাবাদীরা এই ‘ব্ল্যাকবক্স’ মালয়েশিয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।
বিশেষজ্ঞ দলের এক নেতা জানিয়েছেন, ‘ব্ল্যাকবক্স’ দু’টি ভালো অবস্থায় রয়েছে। এর সঙ্গে ককপিটে থাকা ভয়েস রেকর্ডারও রয়েছে।
প্রসঙ্গত, নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাওয়ার পথে গত বৃহস্পতিবার বিমানটি বিধ্বস্ত হয় ইউক্রেনের দোনেস্কো অঞ্চলে।
ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয় উড়োজাহাজটি। এতে ২৯৮ জন আরোহী নিহত হয়। এর মধ্যে ১৯৩ জনই ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক। মালয়েশিয়ার নাগরিক ছিলেন ৪৩ জন।
এদিকে পশ্চিমা দেশগুলো বলছে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে যে বিমানটি ভূপাতিত হয়েছে তার প্রমাণ ওই ‘ব্ল্যাকবক্সে’ রয়েছে। তবে বিমানটিকে কারা ভূপাতিত করেছে , সেটি নিয়ে রাশিয়া এবং ইউক্রেন এখনও পরষ্পরকে দোষারোপ করছে।