ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ২ যুবকের লাশ উদ্ধার
মাসুক হৃদয়:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের উথালিয়া পাড়ার একটি আম গাছ থেকে সুমন বর্ধন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ এবং আখাউড়া পৌর শহরের দেবগ্রামের বাগানবাড়ি এলাকার দিঘীরপাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিঙ্গারবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উথালিয়াপাড়ার ভুট্টু মিয়ার বাড়ীর সামনের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় সুমন বর্ধনের লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেড়–ইন গ্রামের প্রদীপ বর্ধনের ছেলে। সোমবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যা শেষে ওই যুবককে কেউ গাছে ঝুলিয়ে রাখতে পারে। এ ব্যাপারে বিজয়নগর থানায় অপমৃত্যর মামলা হয়েছে।
এদিকে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মৃণাল কান্তি দেবনাথ জানান, সকালে ক্ষতবিক্ষত মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোন এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।