শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়ায় স্কুলছাত্রীকে উত্তক্ত্যের অভিযোগে কিশোর আটক

Arest_585037960-150x150ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্তক্ত্যের অভিযোগে শামছুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে আটক করেছে গোয়ন্দা (ডিবি) পুলিশ।রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া-চান্দুরা সড়কের খরমপুর বাইবাস সড়ক এলাকা থেকে তাকে আটক করে।আটক শামছুল ইসলাম পৌর শহরের দুর্গাপুর গ্রামের কুতুবউদ্দিনের ছেলে।পুলিশ সূত্র জানায়, আখাউড়ার বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী সন্ধ্যায় অটোরিকশা করে বাড়ি ফিরছিল।এ সময় শামছুল ও আরো দুই যুবক অটোরিকশার গতিরোধ করে ওই ছাত্রীকে হয়রানির চেষ্টা করে। ছাত্রীটি তাদের বাধা দিলে শামছুল তাকে ছুরিকাঘাত করে। এ সময় ডিবির টহল দল বিষয়টি দেখে শামছুলকে আটক করে।আহত ছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।