বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক

attack===ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশার সিরিয়ালকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ওসি, সাত পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় পুলিশ অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রোববার দুপুরে সরাইলে এই ঘটনা ঘটে।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের সিএনজি স্ট্যান্ডে সিরিয়ালকে কেন্দ্র করে চেয়ারম্যান গোষ্ঠীর চালক রুক্কু মিয়া ও আশ্রাফ আলীর গোষ্ঠীর চালক লিটন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইফতারের পর আশ্রাফ আলীর লোকজন চেয়ারম্যান বাড়ির লোকজনের ওপর হামলা চালায়।

এরই জের ধরে রোববার দুপুর ১২টায় মাইকে ঘোষণা দিয়ে মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অর্ধশতাধিক রাউণ্ড টিয়ারশেল ও শর্ট গানের গুলি ছুড়ে নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে ১০/১২টি দোকানপাট ব্যাপক ভাংচুর চালায় উভয়পক্ষের লোকজন।

আহত বাহাউদ্দিন (২৬), সাইফুল (২২), নাজমুল (২৫), শামসুল হক (৩৫), এমদাদুল (২০), নান্নু মিয়া (৩০), কবির মিয়া (২০), শাহ আলম (২৮), আলামিন (২৫), আরশাদ (২৮), ধন মিয়া (৩৫) ও মনু মিয়া (৩৩) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষ থামাতে গিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদসহ সাত পুলিশ সদস্য আহত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



নতুন বার্তা

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ