বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অবশেষে অাপিল করলেন সাকিব

sakib picঅবশেষে আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন বাংলাদেশ জাতীয় দল থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লিখিতভাবে শাস্তি কমানোর আবেদন করে এই অলরাউন্ডার। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি এখন সিদ্ধান্ত নেবে তাঁর শাস্তির মেয়াদ কমানো হবে কিনা।

আপিল শেষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু হাতে থাকা একটি কাগজ পাঠ করেন তিনি। তাতে যা লেখা ছিল, তা নিচে তুলে ধরা হলঃ

‘আসসালামুয়ালাইকুম। আমি দেশবাসী এবং বিসিবি’র নিকট দুঃখ প্রকাশ করছি। আমার কারণে বিসিবি এবং বাংলাদেশ দল যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে আমার ভক্ত, সমর্থক এবং দর্শকের কাছে দুঃখ প্রকাশ করছি।’

‘ক্রিকেট থেকে দূরে থাকাটা আসলেই কষ্টকর। এর থেকে দুঃখের আর কিছুই হয় না। আমি অনূর্দ্ধ-১৫ থেকে বিসিবি’ লোগো গায়ে জড়িয়ে খেলে আসছি। এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। আমি আবারো জাতীয় দলের হয়ে সব কিছু উজার করে দিতে চাই। কারণ আমি বিসিবি ও বাংলাদেশ জাতীয় দলের কাছে বড় হয়েছি।’

‘আমি বিসিবি’র কাছে আবেদন করেছি যাতে আমার সাসপেনশনের বিষয়টি পূর্নবিবেচনা করা হয়।’ এ কথাগুলো সাকিব চলে যান।

সম্প্রতি লিখিত অনাপত্তিপত্র (এনওসি) না নিয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের পর সাকিবকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এ ছাড়া আগামী দেড় বছর বিদেশি ঘরোয়া লিগগুলোতে তাঁকে খেলতে না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

এরপর সাকিব নিজে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করে শাস্তির মেয়াদ পুনর্বিবেচনার আবেদন জানান। তখন বিসিবি সভাপতি সাকিবকে লিখিত আবেদনের পরামর্শ দেন। তারই পরিপেক্ষিতে আজ আপিল করলেন সাকিব।

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার