বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা

B B marketব্রাহ্মণবাড়িয়ায় ঈদ বাজার জমজমাট হয়ে উঠেছে। তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের পদচারণায় দুপুর ১২টার মধ্যেই মার্কেট ও বিপণী বিতানগুলো মুখরিত হয়ে ওঠে। নানা সাজে সাজানো হয়েছে মাকের্টগুলো। বিশেষ করে বাচ্চা ও তরুণ-তরুণীদের তৈরি পোশাকের দোকানে বেশ বেচাকেনা লক্ষ্য করা গেছে। নিজেদের পছন্দনীয় নিত্য-নতুন ডিজাইনের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে সাশ্রয়ী মূল্যে কিনতে ছুটে বেড়াচ্ছেন অনেকেই। আর এই ঈদবাজারে মানুষের যাতায়াত স্বাচ্ছন্দ্যের জন্য জেলা পুলিশের ব্যতিক্রম ধর্মী বিভিন্ন উদ্যোগ লক্ষ্য করা গেছে। জেলা পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছে শহরের প্রাণকেন্দ্র পৌর মার্কেটের সামনে। বাজারের বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি টহল বৃদ্ধি করা হয়েছে। যানবাহন চলাচল স্বাচ্ছন্দ্যের জন্য এবার বিভিন্ন কৌশল নিয়েছে ট্রাফিক পুলিশ। 

এদিকে শহরের সুপার মাকের্ট, সিটি সেন্টার, ফরিদ উদ্দিন আনোয়ার টাওয়ার, আশিক প্লাজা পৌর আধুনিক সুপার মার্কেট, বিবাড়িয়া টাওয়ার, নিউমার্কেট, সড়ক বাজারগুলো ঘুরে দেখা যায় মার্কেটগুলোয় পুরোদমে চলছে ঈদের কেনাকাটা। তবে এ মার্কেটগুলোতে দেখা যায় বেশিরভাগ দোকানে ঝুলছে ভারতীয় সালোয়ার-কামিজ। ভারতীয় সিরিয়ালের চরিত্রের নামে এগুলোর দেয়া হয়েছে বাহারি নাম। সড়ক বাজারের শাড়ির দোকানগুলোতে শাড়ির বেশিরভাগই হয় ইন্ডিয়ান কাতান নয়তো পাকিস্তানি সিল্ক। আছে লেহেঙ্গা ও টপসসহ অন্য পোশাকও। শুধু নারীদের পোশাকের ক্ষেত্রেই নয়, পুরুষদের পোশাকেও ইন্ডিয়া, থাইল্যান্ড, জাপান ও চীন থেকে আসা পণ্য প্রাধান্য এবারের ঈদে মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ ভারতীয় থ্রি-পিস পাখি ও পিউ। দেশি পোশাকের চাহিদাও প্রচুর।

বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় শাড়ি বাজারে এসেছে। দামের ক্ষেত্রে কিছুটা ব্যবধান থাকলেও কিনতে হবে নিজেদের পছন্দনীয় পোশাক। এদিকে ঈদ ফ্যাশন নিয়ে নতুন নতুন ডিজাইন আর বাহারি নামের বড়দের পাশাপাশি ছোটদের পোশাকের বেচাকেনাও বেশ জমজমাট।

এভাবেই চলছে ঈদ বাজারের বেচা-কেনা। কেউ কিনছেন তৈরি পোশাক আর কেউ কেউ কাপড় কিনে সেলাই করে নিচ্ছেন নতুন পোশাক। তাইতো দর্জিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন পোশাক তৈরিতে। 

শুধু যে পোশাকের আকর্ষণ তা নয়, মেয়েদের সাজ করতে চুড়ি, গয়না, মেহেদিসহ নানা প্রসাধনী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় রয়েছে অনেক। জুতার দোকানগুলোতে নানান ডিজাইনের জুতা সাজানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার