চতুর্থ দিনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা
গল টেস্টের চতুর্থ দিনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ২৬০ রান। প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১ উইকেটের বিনিময়ে ১১০ রান সংগ্রহ করেছে তারা।৩৭ রানে অপরাজিত কুশল সিলভা
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৫৫ রানের জবাবে ২৯২ রানেই গুটিয়ে যায় ম্যাথুসরা।
প্রথম দুই দিন ব্যাট হাতে রাজত্ব করা প্রোটিয়ারা চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে। ৬ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন হাশিম আমলা। নিজেদের ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন ডি ভিলিয়ার্স।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটসম্যানদের শুরুটা হয় হতাশায়। দলীয় এবং ব্যক্তিগত ১৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন উপল থারাঙ্গা। তার বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তাকে দারুন সঙ্গ দেন ওপেনার কুশল সিলভা। তাদের দৃঢ় ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করে লংকানরা।
পঞ্চম দিনে ৫৮ রান নিয়ে সাঙ্গাকারা এবং ৩৭ রান নিয়ে কুশল খেলা শুরু করবেন।