রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গণধর্ষনে নিহত তানিয়া আক্তারের পরিবারকে সমাজচ্যুত

gono dorshonআরাফাত আহমেদ : গণধর্ষণে নিহত তানিয়া আক্তারের পরিবারকে সমাজচ্যুত করলেন গ্রাম্য মাতব্বররা। ওই পরিবারের সদস্যরা কারও সঙ্গে কথা বললে জুটার ১০টি বাড়ি খেতে হবে, ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। মহল্লার মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ। পুকুরেও গোসল করা যাবে না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কাটানিসার গ্রামের স্কুলছাত্রী তানিয়া আক্তারের পরিবারের ওপর এমনই নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় মাতবররা।গ্রামের সর্দার মাতব্বরা এমন নিষেধাজ্ঞা জারির কারন হিসেবে বলছে, মামলা দিয়ে নিরীহ মানুষকে গ্রেপ্তার করায় নিজেদের নিরাপত্তার জন্যই বাদি পক্ষের লোকজনের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য পুলিশ বলছে, এমন কোনও ঘটনার খবর তারা পাননি।২০১৩ সালের ১৯ নভেম্বর রাতে কাটানিসার গ্রামের আনসার সদস্য আবদুল বারেকর কন্যা আঁখিতারা নুরুর রহমান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তানিয়া আক্তারকে গণধর্ষণ শেষে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বাড়ি থেকে ৪শ গজ পূর্বদিকের খালে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পিতা আবদুল বারেক বাদি হয়ে সরাইল থানায় মামলা করেন।  কাটানিসার গ্রামে গেলে নিহতের মা সাদেকা বেগম জানান, তার বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘরে ঢুকে মারধর করা হয়। কাটানিসার গ্রামে মাইকিং করে বাজারে মিটিং করা হয়। স্থানীয় সমাজপতি মিয়া চান মাস্টার এতে সভাপতিত্ব করেন। সিদ্ধান্ত হয় আবদুুল বারেক ও তার পরিবারকে পুকুরে যাওয়া নিষেধ। দোকানপাট, মসজিদের যেতে পারবে না। চলতি মাসের ৮ জুলাই বিকাল ৫টায় এ মিটিং হয়। নিহতের ভাই কলেজ ছাত্র কামরুজ্জামান বলেন, আমাদের সঙ্গে কথা বললে ৫০ হাজার টাকা জরিমানা ও জুটার ১০টি বাড়ি দেওয়া হবে। আমি মসজিদে নামাজ পড়তে গেলে বের করে দেওয়া হয়। এই বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ বলেন, পরিবারটির প্রতিনিয়ত খোঁজখবর রাখছি। তাদের নিরাপত্তার দিকে আমরা লক্ষ্য রাখছি।

১৯/৭/২০১৪ইং