রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

১০০ নয়, ৬ জন এইডস কর্মী ছিলেন বিমানে

mh-17ক্ষেপণাস্ত্রের আঘাতে মালয়েশিয়া বিমান বিধ্বস্তে ১০৮জন এইডস কর্মীর মৃত্যুর খবর ভুয়ো বলে দাবি করেছে আন্তর্জাতিক এইডস সোসাইটি।সংস্থাটি বলছে, বিমান দুর্ঘটনায় নিহত অন্তত ৬’জন এইডস কর্মীর নাম নিশ্চিত করতে পেরেছে তারা।শনিবার এক খবরে বার্তাসংস্থা বাজফিড এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার মেলবোর্নে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ২০তম এইডস বিরোধী সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে এই কর্মীরা বিমানে চড়েছিলেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইউক্রেন-রাশিয়ার সীমান্ত দিয়ে নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়া যাওয়ার পথে এ এয়ারলাইন্সের এমএইচ ১৭ ফ্লাইটটি ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানের সব আরোহীসহ প্রায় ৩০০ জন নিহত হয়।নিহতদের মধ্যে ১০০ জনের মতো এইডস কর্মী ছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়।আন্তর্জাতিক এইডস সোসাইটির প্রেসিডেন্ট খ্রিস বেরার শুক্রবার ওয়াশিংটন পোস্টকে জানান, “আমার ধারণা ছিল, বিমান বিধ্বস্তে এইডস কর্মী নিহতের সংখ্যা ১০৮ জনের অনেক কম হবে।”