ব্রাহ্মণবাড়িয়া মার্কেট গুলোতে উপচে পড়া ভিড়
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার মার্কেট গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন। সবাই নিজেদের পছন্দ অনুযায়ী শাড়ি-কাপড়, পাঞ্জাবিসহ প্রয়োজনীয় পোষাক কেনাকাটা করছেন। শহরের সুপার মার্কেট, নিউ মার্কেট, সড়ক বাজার, কোট রোড, সিটি সেন্টার, পৌর সুপার মার্কেট, হকাস মার্কেট, আশিক প্লাজাসহ প্রতিটি শপিংমল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় সুপার মার্কেট, সিটি সেন্টার ও হকার্স মার্কেট এলাকার বিপনী বিতাণগুলোতে।
এসব মার্কেট গুলোতে ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে।