শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানার এমডিসহ ১১জনের বিরুদ্ধে মামলা

Ashuganj-fertilizerনিয়োগ কেলেঙ্কারীর ঘটনায় আশুগঞ্জ সার কারখানার এমডি, অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (প্রশাসন), বিসিআইসি’র চেয়ারম্যান, বিসিআইসি’র পরিচালক অর্থ, কারিগরী ও প্রকৌশল সহ ১১জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরের সিনিয়র সহকারী জজ আদালতে ক্ষতিগ্রস্থদের পক্ষে ইকবাল হোসেন ও ইয়াদ হোসেন মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সনের পহেলা জানুয়ারি একটি জাতীয় দৈনিকে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া হয়। পরবর্তীতে কর্মকর্তারা নিয়োগ বিধি অমান্য করে কয়েক কোটি টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে বিভিন্ন পদে লোক নিয়োগ দেয়।

ক্ষতিগ্রস্তরা জানান, ঘুষ গ্রহণের মাধ্যমে আশুগঞ্জ সারকারখানার কর্মকর্তারা এ নিয়োগ প্রদান করে। ক্ষতিগ্রস্থরা নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ ও বেআইনী ও অকার্যকর ঘোষণা করার প্রয়োজন বলে মামলার আর্জিতে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে আদালতের সেরেস্তাদার রফিকুল ইসলাম মিল্কি জানান, মামলাটি ১৯ আগস্ট শুনানীর দিন ধার্য করা হয়েছে।

এ জাতীয় আরও খবর