রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশি বন্দুক উদ্ধার

kasbaব্রাহ্মণবাড়িয়ার কসবায় পরিত্যক্ত অবস্থায় ৪০ ইঞ্চি লম্বা একটি বিদেশি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা সদরের ফুলতলি গ্রামের একটি কালভার্টের পাশ থেকে পুলিশ বন্দুকটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ফোর্স নিয়ে কসবা পৌরসভাধীন ফুলতলী গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের রাস্তার একটি কালভার্টের পাশ থেকে ৪০ ইঞ্চি লম্বা বিদেশি ওই বন্দুকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

কসবা থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।