আশুগঞ্জে এলাকাবাসীর কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল
আরাফাত আহমেদ : আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের রেষ্ট হাউজ সংলগ্ন খাল দখল করে দেয়াল দিয়ে চলাচলের রাস্তা বন্ধ ও ৩’শ একর জমির সেচ বন্ধ করে দেয়ার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসীরা। বৃহ¯পতিবার দুপুরে স্থানীয় সোহাগপুর গ্রামের কয়েক শতাধিক লোক রেষ্ট হাউজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। এলাকাবাসীর দাবি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের রেষ্ট হাউজ সংলগ্ন খালের পানি দিয়ে সোহাগপুর এলাকার প্রায় ৩’শ একর জমির চাষাবাদ ও রাস্তা দিয়ে হাজারো এলাকাবাসী যাতায়াত করে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ খাল বালি দিয়ে ভরাট ও রাস্তা বন্ধ করে দিয়ে সীমানা প্রাচাীর নির্মান করে ফেলে। এতে যাতায়াত ও জমির চাষাবাদে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অবিলম্বে রাস্তা খুলে দেয়া ও খাল অবমুক্ত করে দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।পরে এলাকাবাসী মিছিলসহকারে আশুগঞ্জ থানা ঘেরাও করে। থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফরের আশ্বাসে ঘেরাও তুলেন নেন তারা। মিছিল শেষে প্রতিবাদ সভায় জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চঞ্চল, নজরুল মিয়া, রবিন, কবির হোসেন, ইমান হোসেন প্রমুখ। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান, খাল এবং রাস্তা বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব স¤পত্তি থাকায় নিজেদের নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হয়েছে।