বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৩৩ তম বিসিএসের ২৯০ জনের পদায়ন

Govement logo৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯০ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের পদায়নের আদেশ দেওয়া হয়।শিক্ষানবিশ সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ৭ আগস্ট নামের পাশে বর্ণিত বিভাগে কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১০ জুলাই সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশে ৩৩তম বিসিএসে আট হাজার ১০৫ জনকে বিভিন্ন ক্যাডারে চূড়ান্ত নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ছয় হাজার ৩৩ জনকে স্বাস্থ্য ক্যাডার এবং দুই হাজার ৭২ জনকে সাধারণ ক্যাডারে নিয়োগ দেওয়া হয়।

গত বছরের ২১ নভেম্বর ৩৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যাতে আট হাজার পাঁচশ ২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়। পরবর্তীতে আরো ১৩০ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করে কমিশন।