শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নৈশ প্রহরী খুন

Las Udderব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমতলী বাজারের নৈশ প্রহরী জয়নাল মিয়াকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে জয়নাল মিয়াসহ চার প্রহরী আমতলী বাজার পাহারা দিচ্ছিলেন। ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত বাজারে এসে জয়নালকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।


 

এ জাতীয় আরও খবর