দৈনিক ১১ ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ট আখাউড়াবাসী
রমজানের শুরু থেকেই ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে আখাউড়াবাসী। লোডশেডিংয়ের কারণে উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে পৌরশহর ও উপজেলার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ বিদ্যুতের দাবিতে ফুসে উঠেছেন।
জানা গেছে, রমজান মাসের শুরু থেকেই লোডশেডিংয়ের কারণে অতিষ্ট হয়ে পড়েছেন আখাউড়াবাসী। একবার বিদ্যুৎ চলে গেলে দেড় থেকে দুই ঘণ্টার আগে তার দেখা মেলে না। শুধু তাই নয় ইফতারের সময় এবং সেহরি খাওয়ার আগেও বিদ্যুৎ চলে যাচ্ছে।
এদিকে দিনের বেলায়ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আখাউড়া স্থলবন্দরসহ উপজেলার বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ণ কাজে মারাত্মক ব্যাঘাত ঘটছে। রাতের বেলায় লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের পড়াশুনা, রোগী ও শিশুদের অসহনীয় কষ্ট হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, দিনে কমপক্ষে ৭/৮বার এবং রাতে ৪/৫বার গড়ে ১১ঘন্টা লোডশেডিং হচ্ছে। এতে জনগণ ক্ষুদ্ধ হয়ে উঠেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচির চিন্তা করছে।
গতকাল বুধবার সকাল থেকে পৌরশহরসহ উপজেলার সর্বত্র আখাউড়া সচেতন নাগরিক ফোরামের ব্যানারে মাইকিং করে জনমত গঠন করা হচ্ছে।