শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইফতার মহান আল্লাহর অশেষ নিয়ামত

iftarইফতার শব্দটি আরবি। যার শাব্দিক অর্থ ভঙ্গ করা, তরক করা, ত্যাগ করা ইত্যাদি। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে ইফতার বলা হয় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নির্দেশ পালনার্থে পানাহার, জৈবিক চাহিদা মুক্ত থাকার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পানাহার করাকে ইফতার বলে। সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। ইফতারে বিলম্ব না করা ভালো। হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন রাত এখান থেকে আগমন করে ও দিন এখান থেকে পশ্চাৎ গমন করে এবং সূর্যাস্ত যায় তাহলেই রোজা পালনকারীর ইফতার হলো (বুখারি-মুসলিম) অন্য এক হাদিসে বলা হয়েছে এবং সূর্য অদৃশ্য হলে, তাহলে তুমি ইফতার করবে। (তিরমিযি আহমাদ, দারিমি) ইফতার মহান আল্লাহর পক্ষ থেকে রোজাদারের জন্য অশেষ নিয়ামত। রোজাদার বান্দাহ যখন ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামগ্রী সামনে নিয়ে অপেক্ষা করতে থাকে, নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কিছু মুখে দেন না, তখন আল্লাহতায়ালা বান্দার এ তাকওয়া দেখে অত্যন্ত খুশি হয়। মহানবী (সা.) বলেন, তোমরা যখন ইফতার কর, তখন খেজুর দ্বারা ইফতার কর। কারণ এর মধ্যে বরকত আছে। আর যদি খেজুর না পাও তবে পানি দ্বারা ইফতার কর। কেননা পানি পবিত্র। (আবু দাউদ, তিরমিজি) রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ফজিলত অনেক। এ সম্পর্কে রসুলুল্লাহ (সা.) বলেন, 'যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় সেটা তার গুনাহ মোচন করে এবং দোযখের আগুন থেকে রোজাদারের মুক্তির কারণ হয়।' অন্য হাদিসে ইরশাদ হয়েছে 'যে ব্যক্তি রোজাদারকে কিছু খেজুর বা সামান্য পানির শরবত কিংবা এক ঢোক দুধ দ্বারা ইফতার করায় তা তার জন্য ক্ষমার কারণ হয়। এ রমজান মাসের প্রথমভাগ আল্লাহর রহমত মধ্যভাগে গুনাহ মোচন এবং শেষভাগে জাহান্নাম থেকে মুক্তি বিদ্যমান'। (মুসনাদে জামিয়া) হজরত জায়েদ ইবনে খালেদ জুহানি (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রসুল (সা.) বলেছেন, 'যে রোজাদারকে ইফতার করাল, তার রোজাদারের ন্যায় সওয়াব হবে, তবে রোজাদারের নেকি বিন্দুমাত্র কম হবে না'। (তিরমিজি, ইবনে নাজাহ, নাসায়ি ফিল কুবরা) রোজাদারকে ইফতার করালে তার প্রতিদান আল্লাহ নিজের পক্ষ থেকে প্রদান করেন রোজাদারের পক্ষ থেকে এটা আল্লাহর দয়া ও অনুগ্রহের আলামত (ফায়জুল কাদির)। মহান আল্লাহতায়ালা আমাদের রোজার পরিপূর্ণ হক আদায় করে ইফতারের পূর্ণ ফজিলত অর্জন করতে পারি তার তৌফিক দিন।—সূত্র; বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ : পররাষ্ট্রমন্ত্রী

‌‘নামাজ পড়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে’

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

৪১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

আরও বাড়তে পারে গরম

ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু