অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: যোগাযোগমন্ত্রী
ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিসির কর্মকর্তা ও বাস মালিকদের উদ্দেশ্যে যোগাযোগমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির প্রশিক্ষণে কেন্দ্রে অটো ট্রান্সমিশন সম্বলিত ট্রেনিং কারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এর কোনো ক্ষমা নেই। অতিরিক্ত ভাড়ার বিষয়টি মনিটরিং করার জন্য যে মনিটরিং টিম আছে তাদেরও মনিটরিং করা হবে। কেননা সর্ষের মধ্যেও ভূত থাকে। আর সেই মনিটরিং টিমের দায়িত্বে আমি নিজেই আছি। এসব বাস মালিকদের অনুরোধ করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার অনুরোধ করেন যোগাযোগমন্ত্রী। এসময় অন্যদের মধ্যে সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক ও বিআরটিসির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।