বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

খুদে মেসির সন্ধান (ভিডিও)

J Mesiলিওনেল মেসির সঙ্গে তুলনা করা চাট্টিখানি কথা নয়। আর্জেন্টাইন অধিনায়ক চার-চার বার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন। ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও তিনি। দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তার তুলনা করা হয়। তবে পরবর্তী মেসি কে হবেন? সেটা নিয়ে অনেক সময়ই গুঞ্জন শোনা যায়। বেশ কয়েকজন উঠে এসেছিল আলোচনায়ও। এবার তেমনই এক খুদে মেসির সন্ধান পাওয়া গেছে। নাম তার ক্লেদিও গ্যাব্রেইল ন্যানকুফিল। বয়স আট বছর। জন্ম মেসির দেশ আর্জেন্টিনাতেই। নিঁখুত পাস, ড্রিবলিং আর বল নিয়ে কারিকরিতে বার্সেলোনার সুপারস্টারের সঙ্গে মিলও রয়েছে ন্যানকুফিলের। সেটা দেখে নেওয়া যাক ভিডিওতে।

 

http://www.youtube.com/watch?v=h2DGZSTQPXg 

এ জাতীয় আরও খবর